Srikanto Acharya - Amar Je Din Bhese Geche paroles de chanson

paroles de chanson Amar Je Din Bhese Geche - Srikanto Acharya




আমার যে দিন ভেসে গেছে
চোখের জলে
আমার যে দিন ভেসে গেছে
তারই ছায়া পড়েছে, শ্রাবণ গগন তলে
যে দিন ভেসে গেছে, চোখের জলে
আমার যে দিন ভেসে গেছে
সেদিন যে রাগিণী গেছে থেমে
অতল বিরহে নেমে, গেছে থেমে
সেদিন যে রাগিণী গেছে থেমে
অতল বিরহে নেমে, গেছে থেমে
আজি পুবের হাওয়ায় হাওয়ায়
হায়! হায়! হায়! রে, কাঁপন ভেসে চলে
আমার যে দিন ভেসে গেছে
চোখের জলে
আমার যে দিন ভেসে গেছে
নিবিড় সুখে, মধুর দুখে
জড়িত ছিল সেই দিন
দুই তারে জীবনের বাঁধা ছিল বীন
তার ছিঁড়ে গেছে কবে
তার ছিঁড়ে গেছে কবে
একদিন কোন্ হাহা রবে
তার ছিঁড়ে গেছে কবে
সুর হারায়ে গেল পলে পলে
আমার যে দিন ভেসে গেছে
চোখের জলে
আমার যে দিন ভেসে গেছে
তারই ছায়া পড়েছে, শ্রাবণ গগন তলে
যে দিন ভেসে গেছে, চোখের জলে
আমার যে দিন ভেসে গেছে





Attention! N'hésitez pas à laisser des commentaires.