paroles de chanson Kotha Dilam Tokey - Shilpa Rao , Arnab Dutta , Subhadeep Mitra
লেগেছে
কোন
এ
ঢেউ
আলগোছে
মন
জুড়ে
সবহারা
ফিরছে
ঘর
সেই
চেনা
পথ
ধরে
পুরোনো
অবশেষ
শুরু
নতুন
করে
এ
হাওয়া
জানে
সব
যা
আছে
গভীরে
যদি
রাখি
দু'চোখে
কাছেতে
ডেকে
ডুবে
যাই
অন্তহীন
ওঠা
পড়াতে
থাকবো
পাশেতে
হোক
সে
রাত
কিংবা
দিন
কথা
দিলাম
তোকে,
কথা
দিলাম
তোকে
কথা
দিলাম
তোকে,
কথা
দিলাম
কথা
দিলাম
তোকে,
কথা
দিলাম
তোকে
কথা
দিলাম
তোকে,
কথা
দিলাম
ফাঁকা
রাত,
ধরে
রাখি
হাত
মেঘলা
মন,
এ
মন
কেমন
ভীষণ
একা
এ
সময়
মিলবে
খোঁজ,
কে
হয়
যে
নিখোঁজ
আড়ালেতে
চলে
যাচ্ছে
রোজ
ফিরে
আসা
কি
সহজ
রাখলে
আমায়
তোমার
কথায়
জানি
থামতে
হবে
ওই
ঠিকানায়
ফিরে
যাওয়া
তোমারই
পথে
আড়ালে
সাজছে
কেউ,
যাকে
তুমি
চেনো
না
ভেঙে
যায়
মন
যারা,
তারা
রাস্তা
চেনে
না
ফিরবে
সে
ভাবছে
খুব
একা
কেমন
করে
নিভে
যায়
খোলা
চোখ
শরীরের
গভীরে
যদি
রাখি
দু'চোখে
কাছেতে
ডেকে
ডুবে
যাই
অন্তহীন
ওঠা-পড়াতে
থাকবো
পাশেতে
হোক
সে
রাত
কিংবা
দিন
কথা
দিলাম
তোকে,
কথা
দিলাম
তোকে
কথা
দিলাম
তোকে,
কথা
দিলাম
কথা
দিলাম
তোকে,
কথা
দিলাম
তোকে
কথা
দিলাম
তোকে,
কথা
দিলাম
Attention! N'hésitez pas à laisser des commentaires.