paroles de chanson Aaji Bohichhey Basanta - Subinoy Roy
আজি
বহিছে
বসন্তপবন
সুমন্দ
তোমারি
সুগন্ধ
হে
আজি
বহিছে
বসন্তপবন
সুমন্দ
তোমারি
সুগন্ধ
হে
কত
আকুল
প্রাণ
আজি
গাহিছে
গান
চাহে
তোমারি
পানে
আনন্দে
হে
আজি
বহিছে
বসন্তপবন
সুমন্দ
তোমারি
সুগন্ধ
হে
জ্বলে
তোমার
আলোক
দ্যুলোকভূলোকে
গগন-উৎসবপ্রাঙ্গণে
জ্বলে
তোমার
আলোক
দ্যুলোকভূলোকে
গগন-উৎসবপ্রাঙ্গণে
চিরজ্যোতি
পাইছে
চন্দ্র
তারা
আঁখি
পাইছে
অন্ধ
হে
চিরজ্যোতি
পাইছে
চন্দ্র
তারা
আঁখি
পাইছে
অন্ধ
হে
আজি
বহিছে
বসন্তপবন
সুমন্দ
তোমারি
সুগন্ধ
হে
তব
মধুরমুখভাতিবিহসিত
প্রেমবিকশিত
অন্তরে
কত
ভকত
ডাকিছে,
"নাথ,
যাচি
দিবসরজনী
তব
সঙ্গ
হে"
উঠে
সজনে
প্রান্তরে
লোকলোকান্তরে
যশোগাথা
কত
ছন্দে
হে
উঠে
সজনে
প্রান্তরে
লোকলোকান্তরে
যশোগাথা
কত
ছন্দে
হে
ওই
ভবশরণ,
প্রভু,
অভয়
পদ
তব
সুর
মানব
মুনি
বন্দে
হে
ওই
ভবশরণ,
প্রভু,
অভয়
পদ
তব
সুর
মানব
মুনি
বন্দে
হে
আজি
বহিছে
বসন্তপবন
সুমন্দ
তোমারি
সুগন্ধ
হে
Attention! N'hésitez pas à laisser des commentaires.