Arijit Singh - Rajarani paroles de chanson

paroles de chanson Rajarani - Suraj Jagan



ঠিক তুই চিনিসনি আমায়
আগে ছুঁলে বাঘে খায়
তোকে তিলে তিলে করে দেবো বরবাদ
আজ কত ধানে কত চাল
দেবো জমিয়ে বাওয়াল
আমি ধীরে ধীরে করে দেবো বরবাদ
আমায় খুচরো হিসেব
ধারে বাকি রাখি না
নিয়ম নেই, কানুন নেই
বেমওকা বাজী বাড়াবাড়ি হলে
হাজারবার তুই বরবাদ হবি আজ
নিয়ম নেই, কানুন নেই
সাহস তো দেবো তুলোধোনা করে
হাজারবার তুই বরবাদ হবি আজ
বরবাদ, বরবাদ, বরবাদ, বরবাদ, বরবাদ
বরবাদ, বরবাদ, বরবাদ, বরবাদ, বরবাদ
খুব ধান্দাবাজ সময়
দিয়েছে বাতাসে গুলে রক্ত আমার
আর এক মাঘেতে যায় না শীত
একটা ছোট অতীতেই সব ছারখার
আমার অনেক রোদ অনেক জল
ছাইপাশ পগার পার কত কত চোরাবালি
অনেক দিন, অনেক রাত
জ্বালাতন চাগাড় দেয় কেনো বারে বারে খালি
খুচরো হিসেব
ধারে বাকি রাখি না
নিয়ম নেই, কানুন নেই
অনেক দিন হলো ঠেকে ঠেকে শেখা
হাজারবার তুই বরবাদ হবি আজ
নিয়ম নেই, কানুন নেই
রামধোলাই তোর কপালেতে লেখা
হাজারবার তুই বরবাদ হবি আজ
বরবাদ, বরবাদ, বরবাদ, বরবাদ, বরবাদ
বরবাদ, বরবাদ, বরবাদ, বরবাদ, বরবাদ
বরবাদ, বরবাদ, বরবাদ, বরবাদ, বরবাদ




Arijit Singh - Borbaad (Original Motion Picture Soundtrack)
Album Borbaad (Original Motion Picture Soundtrack)
date de sortie
30-07-2018




Attention! N'hésitez pas à laisser des commentaires.