paroles de chanson Rajarani - Suraj Jagan
ঠিক
তুই
চিনিসনি
আমায়
আগে
ছুঁলে
বাঘে
খায়
তোকে
তিলে
তিলে
করে
দেবো
বরবাদ
আজ
কত
ধানে
কত
চাল
দেবো
জমিয়ে
বাওয়াল
আমি
ধীরে
ধীরে
করে
দেবো
বরবাদ
আমায়
খুচরো
হিসেব
ধারে
বাকি
রাখি
না
নিয়ম
নেই,
কানুন
নেই
বেমওকা
বাজী
বাড়াবাড়ি
হলে
হাজারবার
তুই
বরবাদ
হবি
আজ
নিয়ম
নেই,
কানুন
নেই
সাহস
তো
দেবো
তুলোধোনা
করে
হাজারবার
তুই
বরবাদ
হবি
আজ
বরবাদ,
বরবাদ,
বরবাদ,
বরবাদ,
বরবাদ
বরবাদ,
বরবাদ,
বরবাদ,
বরবাদ,
বরবাদ
খুব
ধান্দাবাজ
এ
সময়
দিয়েছে
বাতাসে
গুলে
রক্ত
আমার
আর
এক
মাঘেতে
যায়
না
শীত
একটা
ছোট
অতীতেই
সব
ছারখার
আমার
অনেক
রোদ
অনেক
জল
ছাইপাশ
পগার
পার
কত
কত
চোরাবালি
অনেক
দিন,
অনেক
রাত
জ্বালাতন
চাগাড়
দেয়
কেনো
বারে
বারে
খালি
খুচরো
হিসেব
ধারে
বাকি
রাখি
না
নিয়ম
নেই,
কানুন
নেই
অনেক
দিন
হলো
ঠেকে
ঠেকে
শেখা
হাজারবার
তুই
বরবাদ
হবি
আজ
নিয়ম
নেই,
কানুন
নেই
রামধোলাই
তোর
কপালেতে
লেখা
হাজারবার
তুই
বরবাদ
হবি
আজ
বরবাদ,
বরবাদ,
বরবাদ,
বরবাদ,
বরবাদ
বরবাদ,
বরবাদ,
বরবাদ,
বরবাদ,
বরবাদ
বরবাদ,
বরবাদ,
বরবাদ,
বরবাদ,
বরবাদ
Attention! N'hésitez pas à laisser des commentaires.