Tahsan - Irsha paroles de chanson

paroles de chanson Irsha - Tahsan



দূরে তুমি দাঁড়িয়ে
সাগরের জলে পা ভিজিয়ে
কাছে যেতে পারি না
বলতে আজ পারি না
তুমি আমার এখনও
সামনে তুমি দাঁড়িয়ে
কারো হাত জড়িয়ে
হাতটা ধরতে পারি না
কাছে টানতে পারি না
তোমার হাতে আজ অন্য কেউ
সাগরের পাড়ে হাত ধরে দেখছো, সূর্যডোবা আমি নেই
এখনও বৃষ্টি পড়ে তোমার মাঝে, সে বৃষ্টির ফোঁটা আমি নই
জানালার পাশে দাঁড়িয়ে, তাকিয়ে আকাশে, সেখানে চাঁদটা নেই
এখনও বৃষ্টি পড়ে, বৃষ্টিতে ভেজা আমার পাশে তুমি নেই
সেই তুমি আজ আমার কাছে
আমার স্মৃতি ফিরিয়ে দিতে
আমি আজ কাঁদবো না
হয়তো দু'এক ফোঁটা
তবু বলবো না ভালোবাসি
কোনো এক ছোট্ট মিথ্যা
মুছে দিয়েছে সব আমার
আমার দেওয়া ঘড়ির
সময়গুলো মোছেনি
তুমি রক্তাক্ত, আমি অপরাধী
আমার চোখের দিকে তাকিয়ে দেখো, কাঁদছি আমি অসহায়
তোমায় হারিয়ে জীবনটা আমার কষ্টের গানে ডুবে হায়
জানি ফিরিয়ে নেবার তো কারণ নেই তোমার এই জীবনে
তবুও এখনও তুমি সত্য, এখনও আমার জীবনে
আমার চোখের দিকে তাকিয়ে দেখো, কাঁদছি আমি অসহায়
তোমায় হারিয়ে জীবনটা আমার কষ্টের গানে ডুবে হায়
জানি ফিরিয়ে নেবার তো কারণ নেই তোমার এই জীবনে
তবুও এখনও তুমি সত্য, এখনও আমার জীবনে





Attention! N'hésitez pas à laisser des commentaires.