Tahsan - Prothom Shokal paroles de chanson

paroles de chanson Prothom Shokal - Tahsan



আজ ভোরের আলো
চোখ মেলে দেখি
তুমি ঘুমিয়ে এলো চুলে
এই কোনো কল্পনা নয়
আজ প্রথম সকাল
আজ থেকে প্রতিদিন তুমি আমার ছায়ায় বন্দি
বিনিময়ে দেবো তোমায় অজস্র গোলাপ
জড়িয়ে ধরে মাতাল কোরবো প্রতিটি রাত
একই চাদরে জড়িয়ে থাকবো ঘাসের উপর
তোমার প্রতিটি কান্না হবে আমার জন্যে
আর তা মুছে দেবো আমারই হাতে
তোমার প্রতিটা সুখের গল্প আমি
আজ থেকে আমার চিরকাল তুমি
তোমায় নিয়ে কল্পনা, শেষ আজ হলো
যেন অধিকার, না প্রেম
সেই প্রেমে গড়বো নতুন মানুষ
ভিজবো তোমায় নিয়ে ছাদের কোণে
সারা রাত জেগে হাত বোলাবো কপালে
আমার স্পর্শে তোমার শিহরণ
একি শুধুই অধিকার না আমার প্রেম
বিনিময়ে ভালোবাসা না পেলে
কখনো চলে যাবো না
আমার সবকিছু তোমার জন্যে
আজ থেকে আমি তোমার
আজ আমার এই পূর্ণতা
আজ এই প্রথম সকালে




Tahsan - Kotopokothon
Album Kotopokothon
date de sortie
30-01-2017




Attention! N'hésitez pas à laisser des commentaires.