Tipu - Amar O Poran paroles de chanson

paroles de chanson Amar O Poran - Tipu




আমার পরাণ যাহা চায়।
তুমি তাই, তুমি তাই গো।
আমার পরাণ যাহা চায়।
তোমা ছাড়া আর যগতে।
মোর কেহ নাই, কিছু নাই গো।
আমার পরাণ যাহা চায়।
তুমি সুখ যদি নাহি পাও।
যাও সুখের সন্ধানে যাও।
আমি তোমারে পেয়েছি।
হৃদয় মাঝে,
আর কিছু নাহি চাই গো।
আমার পরাণ যাহা চায়।
আমি তোমার বিরহে রহিবো বিলিন।
তোমাতে করিবো বাস।
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বর্ষ মাস।
যদি আর কারে ভালোবাসো।
যদি আর ফিরে নাহি আসো।
তবে তুমি যাহা চাও তাই জেনো পাও।
আমি যতো দুঃখ পাই গো।
আমার পরাণ যাহা চায়।



Writer(s): RABINDRANATH TAGORE



Attention! N'hésitez pas à laisser des commentaires.