paroles de chanson Vibrancy - Original Mix - Umek
একা
একা
এই
পথে
হেঁটে
যাচ্ছি
অচেনা
পথে
বারে
বারে
তোমার
স্মৃতি
আমাকেই
আঁকড়ে
ধোরে
একা
একা
এই
পথে
হেঁটে
যাচ্ছি
অচেনা
পথে
বারে
বারে
তোমার
স্মৃতি
আমাকেই
আঁকড়ে
ধোরে
তুমি
নেই
আর
আমার
জানি।।
তবু
খুঁজি
আজো
তোমায়
হাজার
লোকের
ভিড়ে।
ধোঁয়ায়
ধোয়ায়
উড়ছে
সবই
ঠিকানা
বদলে
গেছে
বেলা
শেষে
সেই
তুমি
আমার
ফিরে
আসবে
কবে
ধূসর
কি
রঙিন
এই
সময়
জুড়ে
তোমাকেই
হারিয়ে
গিয়ে
খুঁজি
তোমায়
সেই
আলোর
নীড়ে
তোমারই
রঙিন
স্বপ্নে
আমি
নেই
আর
আমার
মাঝে।।
তবু
খুঁজি
আজো
তোমায়
আমার
কাব্যের
মাঝে
হাজার
লোকের
ভিড়ে
Attention! N'hésitez pas à laisser des commentaires.