Zero feat. Shantanu Adhikari - Shikkhito Bangali paroles de chanson

paroles de chanson Shikkhito Bangali - Zero feat. Shantanu Adhikari



আমি বাংলায় গান গায়
আমি বাংলার গান গায়
আমি আমার অমিকে চিরদিন
এই বাংলায় খুঁজে পায়
আমি বাংলায় গান গায়
আমি বাংলার গান গায়
আমি আমার অমিকে চিরদিন
এই বাংলায় খুঁজে পায়
শিক্ষিত বাঙালি নাকি অশিক্ষিত
ইংরেজির গাড়ে ঢুকে হয়েছিস নিভৃত
জানি না কেনো আজকের বাঙালি
বাংলা বলতে করে শুধুই কাঙ্গালী
লজ্জা পায়, বাংলা বলতে
ঘৃনা করে, বাংলা পড়তে
দ্বিধা বোধ করেনা মাথা হেঁট করতে
পিছুপা হয়না আবার গর্ব মারাতে
মাতৃ ভাষার অপমান করিস
কেমন মা পুসছে তোকে!
পড়তে, লিখতে পারিসনা বাংলা
কেমন মা পুসছে তোকে!
অহংকার করিস ইংরেজি নিয়ে
কেমন মা পুসছে তোকে!
বাঙালিয়ানা জাগে, কেনো অকেশনেতে
পাঞ্জাবি, পাজামা, সোশ্যাল সাইট
মামনির সাথে, পাউট মারা ফটো তে
ক্যাপশন মারাস আবার সেই ইংরেজিতে
এখনও খুব হয়নি দেরি
শুধরে গেলে বাঁচবি ভালো
১০০০ বছর পুরোনো ভাষা
সাদা মাটা, হয়তো ধল
আমার ভাষা, মাতৃ ভাষা
মায়ের মতই বাসবো ভালো
বাঙালিরা আছে এখানে ওখানে
খাই কম হাগে বেশি যেখানে সেখানে
বাঙালিরাই সর্বশ্রেষ্ঠ, বাংলায় সব কিছু
ছোবল মারা কাজ ওদের করে চলে মাথা নিচু
একটা সময় ছিল যখন বাঙালির ছিল সন্মান
এখন আবার ঠিক উল্টো, বাঙালি মানেই অসম্মান
নেতাজি, রবি ঠাকুর এনারাও ছিলেন বাঙালি
করে ছিলেন মুখ উজ্জ্বল, ভাই তোরা কি করলি
ইংলিশে কথা বলিস তোরা
বাংলা বলতে হয় লজ্জা
বাংলায় তোদের হাতে খড়ি
আর ইংলিশ ফুলশয্যা
আলুর চপ খাস তোরা
ক্যাপশন পটেটো কাটলেট
সর্বশ্রেষ্ঠ ভাই তোরা
মিল্ক দিয়ে খাস ওমলেট
রাজ্যই পড়িস শাড়ী তোরা
বিদেশে গেলেই বিকিনি
স্টেটাস বজায় রাখিস তোরা
সংস্কৃতি কিছুই শিখিসনি
সাধনা করিসনা তোরা
করিস তোরা প্রাকটিস
সব কিছুতেই প্রথম তোরা
কারণ ভালো তোদের "ট্যাক্টিস"
আমি বাংলায় গান গায়
আমি বাংলার গান গায়
আমি আমার অমিকে চিরদিন
এই বাংলায় খুঁজে পায়
আমি বাংলায় গান গায়
আমি বাংলার গান গায়
আমি আমার অমিকে চিরদিন
এই বাংলায় খুঁজে পায়
নেবোনা টাকা ভাই
Give me some money
বাংলা ভাষা না জানলেও
আংরেজি তো জানি
যা আমি বললাম
মন দিয়ে শুনে যান
আমি ভরা চোখ নিয়ে
লিখছি এই বাংলা গান
কোনো কাজই হবে না
হ্যাংলামি ছাড়বেনা
অভাব গেলেও স্বভাব এদের
কোনোদিনও যাবেনা
বিশ্বাস তোদের অন্ধ ভাই
বাতলিং অনেক বড়
কাজ তোদের ছোট হলেও
ভাব বড় সর
কুমির কুমির খেলা করিস
হাতে নিয়ে কাঠি
অগ্যংকার মাথায় নাচে
যেন খেপা হাতি
হাতি চালায় ফ্যান
ডিনারে খাই এশি
ইংরেজিতে Aunty বলে
বাংলায় বলে পিসি
রাস্তায় করে হিসি
ফাইন করে টিসি
ভালোবাসে দেশি
আর দিনের শেষে বাংলা খেয়ে
বৌ মেরেই খুশি
যেই থালায় খাস তোরা
করিস সেটা ফুটো
ভবিষ্যৎ খারাপ তোদের
কপালে পড়া জুতো
গর্ব এখন একটাই
মাছ, ডাল, ভাত
বাইরে থেকে দেখতে ভালো
মনে অনেক খাদ
ভুলে গেছিস ইতিহাস
ভুলে গেছিস ঐতিহ্য
দুখ কাঁদা স্বভাব তোদের
শুনতে লাগে অসহ্য
তাই আমি
আমি বাংলায় গান গায়
আমি বাংলার গান গায়
আমি আমার অমিকে চিরদিন
এই বাংলায় খুঁজে পায়
আমি বাংলায় গান গায়
আমি বাংলার গান গায়
আমি আমার অমিকে চিরদিন
এই বাংলায় খুঁজে পায়



Writer(s): Shantanu Adikari


Zero feat. Shantanu Adhikari - Shikkhito Bangali
Album Shikkhito Bangali
date de sortie
12-02-2023



Attention! N'hésitez pas à laisser des commentaires.