Abhijeet - Ei Je Nadi Jay Sagare текст песни

Текст песни Ei Je Nadi Jay Sagare - Abhijeet




এই যে নদী যায় সাগরে কত কথা সুধাই তারে
এতো জানে তবু নদী কথা বলেনা কথা বলেনা
কেন বলেনা কেন বলেনা।।
কেউ যায়রে বন্ধুর বাড়ি নাও বাইয়া উজানে
কেউ শাঁখা ভাইঙা সিঁদুর ধুইয়া ফিরে ভাটির টানে
কারো আশার তরী বন্ধু পায়নারে কিনারা
ভালোবাসা মরণ হইয়া কারো করে ঈশারা
কারো কপাল ভাঙে যেমন নদী ভাঙে তার কূল
সারাজীবন ধইরা তবু ভাঙেনা তার ভুল
ব্যথার বিষে অশ্রু মিশে যেন ভালোবাসা হয়
কেউ অকূলে কূল পায় রে কারো ভরাডুবি হয়



Авторы: MUKUL DUTTA, KISHORE KUMAR, MUKUL DUTT



Внимание! Не стесняйтесь оставлять отзывы.