Anwesha - Amar Ja Kichu Kotha текст песни

Текст песни Amar Ja Kichu Kotha - Anwesha




আমার যা কিছু কথা
সূরে শোনাতে এলাম
তোমাদের কাছে এসে
সবই সজিয়ে দিলাম
আমার যা কিছু কথা
সূরে শোনাতে এলাম
তোমাদের কাছে এসে
সবই সাজিয়ে দিলাম
আমার যা কিছু কথা...
গানে গানে অভিমানে
বলেছি আনেক জমা কথা
কাছে এসে ভালোবেসে
দেখেছি লুকিয়ে রাখা বেথা
গানে গানে অভিমানে
বলেছি আনেক জমা কথা
কাছে এসে ভালোবেসে
দেখেছি লুকিয়ে রাখা বেথা
আমার যা কিছু আলো
ছড়িয়ে দিতে এলাম
তোমাদের সাথে মিশে
জীবনে সবই যে পেলাম
আমার যা কিছু কথা
তুমি ছিলে, প্রভু আছো
সবারই হৃদয় বালুচরে
তবু কেনো, ফুল গুলো
এমনই হঠাৎ ঝরে পড়ে
তুমি ছিলে, প্রভু আছো
সবারই হৃদয় বালুচরে
তবু কেনো, ফুল গুলো
এমনই হঠাৎ ঝরে পড়ে
তোমার করূণা ধারায়
সবাই বাঁচতে এলাম
তুমি আছো তাই প্রভু
নতুন জীবন পেলাম
আমার যা কিছু কথা






Внимание! Не стесняйтесь оставлять отзывы.