Arnob - Chaina Bhabish текст песни

Текст песни Chaina Bhabish - Arnob



চাইনা ভাবিস কথার রাজা আমি একা
আমার কথায় কান্না পাওয়া রাত্রি জাগা।
চাইনা এমন স্পষ্ট কথার খামখেয়ালী
চাইনা তোদের স্বপ্ন দেখার রঙ্গীন ডালি।
গাছের পাতা আলো ছায়ার তালে তালে
গল্প শোনায় ঘাস ফুলেদের কানে কানে।
গাছের পাতা আলো ছায়ার তালে তালে
গল্প শোনায় ঘাস ফুলেদের কানে কানে।
তারার মেলা রাত্রি জেগে গল্প করে
খোপায় মেঠো স্বপ্ন বুনে একলা চলে।
খয়েরী সবুজ নীলচে হলুদ কমলা কালো
কেমন করে বলছে কথা, বাসছে ভালো?
খয়েরী সবুজ নীলচে হলুদ কমলা কালো
কেমন করে বলছে কথা, বাসছে ভালো?
চাইনা কথা মেঘলা মনে লজ্জা রাঙ্গা
কেন আবার আপোষ করে নিয়ম ভাঙ্গা।
চাইনা আমি গান শোনাতে কাউকে তোদের,
আমি এখন শুনব বসে গল্প ওদের।
মিশে যাবে ওদের কথা চুপ কথা মন,
চাঁদ ডোবাজল ভাবনাগুলো করবে সহজ।
মিশে যাবে ওদের কথা চুপ কথা মন,
চাঁদ ডোবাজল ভাবনাগুলো করবে সহজ।
চুপটি করে তাইত ওদের শুনতে থাকি
আমার কথা তোদের জন্য জমিয়ে রাখি।
খয়েরী সবুজ নীলচে হলুদ কমলা কালো
কেমন করে বলছে কথা, বাসছে ভালো?
খয়েরী সবুজ নীলচে হলুদ কমলা কালো
কেমন করে বলছে কথা, বাসছে ভালো?



Авторы: arnob, shahana bajpei



Внимание! Не стесняйтесь оставлять отзывы.