Arnob - Ei Achi Ei Nai текст песни

Текст песни Ei Achi Ei Nai - Arnob




এই আছি এই নাই
বলো এই আছি এই নাই
দুদিন পরে কেউবা ধূলো
কেউবা হবো ছাই।
দিসনে ব্যাথা কারো মনে
দিসনে ব্যাথা ভাই।
ফুলের মত আয়ু মোদের। (ও ও...)
সময় বড় কম
চতুর্দিকে ঘুরছে রে যম
কেড়ে নিতে দম
হায়রে হাছন লালন বুঝি।
ঘর করে নি তাই
দিসনে ব্যাথা কারো মনে
দিসনে ব্যাথা ভাই।
জ্ঞানী গুণী মুনি ঋষি। (ও ও...)
বলেরে সদায়
মানুষকে যে ছোট ভাবে
স্বর্গ তাহার নাই
এই ভূবনে মিলে মিশে।
থাকো রে সবাই
দিসনে ব্যাথা কারো মনে
দিসনে ব্যাথা ভাই।





Внимание! Не стесняйтесь оставлять отзывы.