Arnob - Robir Gan - перевод текста песни на русский

Текст и перевод песни Arnob - Robir Gan




রূপার জলে, নদীর স্রোতে
রূপার জলে, নদীর স্রোতে
সোনার থালায় সকাল আসে
সোনার থালায় সকাল আসে
ইলশেগুঁড়ি, কাঁচের চুড়ি
ইলশেগুঁড়ি, কাঁচের চুড়ি
আকাশ জোড়া ইচ্ছেঘুড়ি
আকাশ জোড়া ইচ্ছেঘুড়ি
রূপার জলে, নদীর স্রোতে
রূপার জলে, নদীর স্রোতে
সোনার থালায় সকাল আসে
সোনার থালায় সকাল আসে
ইলশেগুঁড়ি, কাঁচের চুড়ি
ইলশেগুঁড়ি, কাঁচের চুড়ি
আকাশ জোড়া ইচ্ছেঘুড়ি
আকাশ জোড়া ইচ্ছেঘুড়ি
বুকের ভেতর বহুদূরের পথ
বুকের ভেতর বহুদূরের পথ
বুকের ভেতর বহুদূরের পথ
বুকের ভেতর বহুদূরের পথ
আমার রবি আমার সাথে
আমার রবি আমার সাথে
হাত ধরেছি রোদের সাথে
হাত ধরেছি রোদের সাথে
এক মুহূর্ত আর একা নয়
এক মুহূর্ত আর একা নয়
নতুন ভোরে প্রতিদিনের জয়
নতুন ভোরে প্রতিদিনের জয়
আমার রবি আমার সাথে
আমার রবি আমার সাথে
হাত ধরেছি রোদের সাথে
হাত ধরেছি রোদের সাথে
এক মুহূর্ত আর একা নয়
এক মুহূর্ত আর একা নয়
নতুন ভোরে প্রতিদিনের জয়
নতুন ভোরে প্রতিদিনের জয়
বুকের ভেতর বহুদূরের পথ
বুকের ভেতর বহুদূরের পথ
বুকের ভেতর বহুদূরের পথ
বুকের ভেতর বহুদূরের পথ
বুকের ভেতর বহুদূরের পথ
বুকের ভেতর বহুদূরের পথ
বুকের ভেতর বহুদূরের পথ
বুকের ভেতর বহুদূরের পথ
কাঁশের বনে, রোদের গানে
কাঁশের বনে, রোদের গানে
ওই দিগন্ত দীপ্তি মাখা
ওই দিগন্ত দীপ্তি মাখা
চোখের তারায় রবির কিরণ
চোখের তারায় রবির কিরণ
হাতের মুঠোয় নিজের জীবন
হাতের মুঠোয় নিজের জীবন
কাঁশের বনে, রোদের গানে
কাঁশের বনে, রোদের গানে
ওই দিগন্ত দীপ্তি মাখা
ওই দিগন্ত দীপ্তি মাখা
চোখের তারায় রবির কিরণ
চোখের তারায় রবির কিরণ
হাতের মুঠোয় নিজের জীবন
হাতের মুঠোয় নিজের জীবন
বুকের ভেতর বহুদূরের পথ
বুকের ভেতর বহুদূরের পথ
বুকের ভেতর বহুদূরের পথ
বুকের ভেতর বহুদূরের পথ
আমার রবি আমার সাথে
আমার রবি আমার সাথে
হাত ধরেছি রোদের সাথে
হাত ধরেছি রোদের সাথে
এক মুহূর্ত আর একা নয়
এক মুহূর্ত আর একা নয়
নতুন ভোরে প্রতিদিনের জয়
নতুন ভোরে প্রতিদিনের জয়
আমার রবি আমার সাথে
আমার রবি আমার সাথে
হাত ধরেছি রোদের সাথে
হাত ধরেছি রোদের সাথে
এক মুহূর্ত আর একা নয়
এক মুহূর্ত আর একা নয়
নতুন ভোরে প্রতিদিনের জয়
নতুন ভোরে প্রতিদিনের জয়
বুকের ভেতর বহুদূরের পথ
বুকের ভেতর বহুদূরের পথ
বুকের ভেতর বহুদূরের পথ
বুকের ভেতর বহুদূরের পথ
আমার রবি আমার হাতে
আমার রবি আমার হাতে






Внимание! Не стесняйтесь оставлять отзывы.