Текст песни Ami Kaan Pete Roi - Arnob
আমি
কান
পেতে
রই।
আমি
কান
পেতে
রই।
ও
আমার
আপন
হৃদয়গহন
দ্বারে
বারে
বারে
কান
পেতে
রই...
কোন্
গোপনবাসীর
কান্নাহাসির
গোপন
কথা
শুনিবারে
বারে
বারে
কান
পেতে
রই...
ভ্রমর
সেথা
হয়
বিবাগি
নিভৃত
নীল
পদ্ম
লাগি
রে...
ভ্রমর
সেথা
হয়
বিবাগি
নিভৃত
নীল
পদ্ম
লাগি
রে...
কোন্
রাতের
পাখি
গায়
একাকী
সঙ্গীবিহীন
অন্ধকারে
বারে
বারে
কান
পেতে
রই...
কে
সে
মোর
কেই
বা
জানে
কিছু
তার
দেখি
আভা
কিছু
পাই
অনুমানে
কিছু
তার
বুঝি
না
বা।
কে
সে
মোর
কেই
বা
জানে
কিছু
তার
দেখি
আভা
কিছু
পাই
অনুমানে
কিছু
তার
বুঝি
না
বা।
মাঝে
মাঝে
তার
বারতা
আমার
ভাষায়
পায়
কি
কথা...
রে
ও
সে
আমায়
জানি
পাঠায়
বাণী
গানের
তানে
লুকিয়ে
তারে
বারে
বারে
কান
পেতে
রই
আমি
কান
পেতে
রই।
ও
আমার
আপন
হৃদয়গহন
দ্বারে
বারে
বারে
কান
পেতে
রই...
1 Amar Din Furalo
2 Ganer Shurer
3 Fagun Haway
4 Ami Kaan Pete Roi
5 Purono Shei
6 Aadheko Ghume
7 Megh Boleche
8 Shaon Gogone
9 Kotha Hote Baje
10 Dhonilo Ahoban
Внимание! Не стесняйтесь оставлять отзывы.