Текст песни Aadheko Ghume - Arnob
আধেক
ঘুমে
নয়ন
চুমে
স্বপন
দিয়ে
যায়।
শ্রান্ত
ভালে
যূথীর
মালে
পরশে
মৃদু
বায়
আধেক
ঘুমে
নয়ন
চুমে
স্বপন
দিয়ে
যায়।
শ্রান্ত
ভালে
যূথীর
মালে
পরশে
মৃদু
বায়
বনের
ছায়া
মনের
সাথি,
বাসনা
নাহি
কিছু–
পথের
ধারে
আসন
পাতি,
না
চাহি
ফিরে
পিছু–
বেণুর
পাতা
মিশায়
গাথা
নীরব
ভাবনায়
আধেক
ঘুমে
নয়ন
চুমে
স্বপন
দিয়ে
যায়।
শ্রান্ত
ভালে
যূথীর
মালে
পরশে
মৃদু
বায়
মেঘের
খেলা
গগনতটে
অলস
লিপি-লিখা,
সুদূর
কোন্
স্ময়ণপটে
জাগিল
মরীচিকা
জাগিল
মরিচীকা
মেঘের
খেলা
গগনতটে
অলস
লিপি-লিখা,
সুদূর
কোন্
স্ময়ণপটে
জাগিল
মরীচিকা
জাগিল
মরিচীকা
চৈত্রদিনে
তপ্ত
বেলা
তৃণ-আঁচল
পেতে
শূন্যতলে
গন্ধ-ভেলা
ভাসায়
বাতাসেতে–
কপোত
ডাকে
মধুকশাখে
বিজন
বেদনায
শ্রান্ত
ভালে
যূথীর
মালে
পরশে
মৃদু
বায়
আধেক
ঘুমে
নয়ন
চুমে
স্বপন
দিয়ে
যায়।
শ্রান্ত
ভালে
যূথীর
মালে
পরশে
মৃদু
বায়
আধেক
ঘুমে...
Внимание! Не стесняйтесь оставлять отзывы.