Текст песни Ami Je Bodle Gelam - Asha Bhosle
আমি
যে
বদলে
গেলাম
নতুন
হলাম
আজ
থেকে
আমি
যে
বদলে
গেলাম
নতুন
হলাম
আজ
থেকে
মাথাতে
ঘোমটা
দিলাম
কপালে
টিপ
পড়লাম
মাথাতে
ঘোমটা
দিলাম
কপালে
টিপ
পড়লাম
এখন
আমায়
ছোট্ট
খুকু
বলোনা
বলবে
কি
বলোনা
বলবে
কি
আমি
যে
বদলে
গেলাম
নতুন
হলাম
আজ
থেকে।।
ভিন
গাঁয়েতে
ঢোল
বাজিয়ে
ফিরবে
যখন
ঘরে
নিজের
হাতে
রান্না
করে
দোবো
তোমায়
ধরে
ভিন
গাঁয়েতে
ঢোল
বাজিয়ে
ফিরবে
যখন
ঘরে
নিজের
হাতে
রান্না
করে
দোবো
তোমায়
ধরে
উনুনের
কালি
আমার
লেগে
থাকুক
চোখে
মুখে
উনুনের
কালি
আমার
লেগে
থাকুক
চোখে
মুখে
মোছাতে
এলে
আমি
রাখবো
আমার
মুখ
ঢেকে
আমি
যে
বদলে
গেলাম
নতুন
হলাম
আজ
থেকে।।
মিষ্টি
কথা
বলতে
আমায়
যখন
তুমি
চাও
কানে
কানে
একটু
বলে
হাতটি
হাতে
নাও
মিষ্টি
কথা
বলতে
আমায়
যখন
তুমি
চাও
কানে
কানে
একটু
বলে
হাতটি
হাতে
নাও
যদি
গো
খোকন
সোনা
সেই
সময়
হঠাৎ
কাঁদে
যদি
গো
খোকন
সোনা
সেই
সময়
হঠাৎ
কাঁদে
লক্ষীটি
দোহাই
তুমি
রাগ
করোনা
তা
দেখে
আমি
যে
বদলে
গেলাম
নতুন
হলাম
আজ
থেকে
মাথাতে
ঘোমটা
দিলাম
কপালে
টিপ
পড়লাম
মাথাতে
ঘোমটা
দিলাম
কপালে
টিপ
পড়লাম
এখন
আমায়
ছোট্ট
খুকু
বলোনা
বলবে
কি
বলোনা
বলবে
কি
আমি
যে
বদলে
গেলাম
নতুন
হলাম
আজ
থেকে।।

1 Ami Je Bodle Gelam
2 Ek Hoye Gelo
3 O Dhuli Bajao
4 Ei To Noy
5 Kokatatei Pabo Ami
6 Tumi Hara Ami
Внимание! Не стесняйтесь оставлять отзывы.