Текст песни Sundor Bote Tobo Angodokhani - Babul Supriyo
সুন্দর
বটে
তব
অঙ্গদখানি
তারায়
তারায়
খচিত--
স্বর্ণে
রত্নে
শোভন
লোভন
জানি
বর্ণে
বর্ণে
রচিত॥
খড়্গ
তোমার
আরো
মনোহর
লাগে
বাঁকা
বিদ্যুতে
আঁকা
সে,
গরুড়ের
পাখা
রক্ত
রবির
রাগে
যেন
গো
অস্ত-আকাশে।
জীবন-শেষের
শেষ
জাগরণসম
ঝলসিছে
মহাবেদনা-
নিমেষে
দহিয়া
যাহা
কিছু
আছে
মম
তীব্র
ভীষণ
চেতনা।
সুন্দর
বটে
তব
অঙ্গদখানি
তারায়
তারায়
খচিত-
খড়্গ
তোমার,হে
দেব
ব্রজপাণি,
চরম
শোভায়
রচিত।
Внимание! Не стесняйтесь оставлять отзывы.