Bratati Bandyopadhyay - Bhalobasa текст песни

Текст песни Bhalobasa - Bratati Bandyopadhyay




আমি যখন অনালোকে ছায়াচ্ছন্ন হই
ডুবে যেতে থাকি গাঢ় বিষাদের শোকে
তুমি আসো রৌদ্রময় ফুলের ফাল্গুনে
কথা বলো নদীর শব্দের মত কল্লোলে
হৃদয়ের কাছাকাছি প্রেমের সংগ্রামে সখ্যে।। যে
দিন দেখেছি রৌদ্রে গাঢ় রক্তে লাল পতাকার ভিড়ে
ভেসে যাও উদ্যাম মেয়ে তুমি
যেন কোনো যুদ্ধগামী প্লেটুনের সেনা
সেদিন জেনেছি আমাদের মতামত তোমার গভীরে বাসা পেঁথে আছে
সেদিন বুঝেছি জীবনের জন্য পাশাপাশি যুদ্ধে যায় রঞ্
জন নন্দিনী।। তুমি আমায় দুলতে দিও না নৈরাশ্যে
মাঝে মাঝে রমণীর স্বপ্নের কোরকে
স্নিগ্ধ আলোর জয়ের ইচ্ছাকে
আমাদের অমলিন আলোর স্রোতে উজ্জ্বলতা যে
ন৷ ভালোবাসা বুঝি মেঘমুক্ত আকাশের নীল
আশ্বিনের জ্যোৎস্নায় প্লাবিত নদী
কিংবা কিষাণের চোখে তাজা শস্যের সংবাদ
তাই তোমার স্বপ্নে এত সতেজ থাকে প্রিয়া
তোমার নিবিড় চোখে আমার জন্য আলো রেখে দিও
তোমার বুকে রেখে দিও প্রেম
ফুল ফসলের জন্যে
আমাদের সংগ্রামের জন্যে
রেখে দিও আনন্দ তাপ



Авторы: Rabindranath Tagore


Внимание! Не стесняйтесь оставлять отзывы.