Rabindranath Tagore feat. Debabrata Biswas & Rabindra Sangeet - Amar Majhe Tomari Maya текст песни

Текст песни Amar Majhe Tomari Maya - Debabrata Biswas , Rabindranath Tagore




আমার মাঝে তোমারি মায়া জাগালে
তুমি কবি আমার মাঝে
আপন মনে আমারি পটে আঁকো মানসচ্ছবি
আমার মাঝে তোমারি মায়া জাগালে
তুমি কবি আমার মাঝে
তাপস তুমি ধেয়ানে তব
কী দেখ মনে কেমনে কব
কেমনে কব
তাপস তুমি ধেয়ানে তব
কী দেখ মনে কেমনে কব
কেমনে কব
আপন মনে মেঘ স্বপ্ন অগনি রচকবি
তোমারি জটে আমি তোমারি
তোমারি জটে আমি তোমারি
ভাবের জান্ধবী
আমার মাঝে আমার মাঝে
তোমারি মায়া জাগালে
তুমি কবি আমার মাঝে
তোমারি শোনা বোঝাই হলো আমি তো তার ভেলা
তোমারি শোনা বোঝাই হলো আমি তো তার ভেলা
নিজেরে তুমি ভোলাবে বলে আমারে নিয়ে খেলা
আমি তো তার ভেলা
তোমারি শোনা বোঝাই হলো আমি তো তার ভেলা
নিজেরে তুমি ভোলাবে বলে আমারে নিয়ে খেলা
আমি তো তার ভেলা
কণ কে মম কী কথা শোনো
অর্থ আমি বুঝি না কোনো
কণ কে মম কী কথা শোনো
অর্থ আমি বুঝি না কোনো, বুঝি না কোনো
বীণাতে মোর কালিয়া উঠে তোমারি ভৈরবী
মুকুল মম সুবাসে তব
মুকুল মম সুবাসে তব
গোপনে সৌরভী
আমার মাঝে, আমার মাঝে
তোমারি মায়া জাগালে
তুমি কবি আমার মাঝে




Внимание! Не стесняйтесь оставлять отзывы.