Debabrata Biswas - Badal Diner Pratham Kadam текст песни

Текст песни Badal Diner Pratham Kadam - Debabrata Biswas




বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান
আমি দিতে এসেছি শ্রাবণীর গান
বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান
মেঘের ছায়ায় আন্ধকারে
রেখেছি ঢেকে তারে
এই যে আমার সুরের ক্ষেত্রের
প্রথম সোনার ধান
বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান
আজেনে দিলে হয়তো দিবে না কাল
রিক্ত হবে যে তোমার ফুলের ডাল
গান আমার শ্রাবণে শ্রাবণে
তবুও বিস্মৃতি স্মৃতির উপলাবনে
ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী
বহিতম সমান
বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান
আমি দিতে এসেছি শ্রাবণীর গান
বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান



Авторы: Rabindranath Tagore


Внимание! Не стесняйтесь оставлять отзывы.