Текст песни Indubala - Fazlur Rahman Babu
ইন্দুবালা
গোওওওওও
তুমি
কোন
আকাশে
থাকো
জোৎস্না
কারে
মাখো
কার
উঠোনে
পড়ো
ঝড়িয়া
ডুবিয়া
মরিলাম,
মরিয়া
ডুবিলাম
ডুবিয়া
মরিলাম,
মরিয়া
ডুবিলাম
তোমারি
প্রেমে
পড়িয়া
ইন্দুবালা
গো,
ইন্দুবালা
গো
মনের
চালে
দুঃখের
বৃষ্টি
ঝুমঝুমাইয়া
পড়ে
একলা
ঘরে
ভালবাসা
কেঁদে
কেঁদে
মরে
মনের
চালে
দুঃখের
বৃষ্টি
ঝুমঝুমাইয়া
পড়ে
একলা
ঘরে
ভালবাসা
কেঁদে
কেঁদে
মরে
ডুবিয়া
মরিলাম,
মরিয়া
ডুবিলাম
ডুবিয়া
মরিলাম,
মরিয়া
ডুবিলাম
তোমারি
প্রেমে
পড়িয়া
ইন্দুবালা
গো,
ইন্দুবালা
গো
স্বৃতির
ডালে
সুখের
পক্ষি
ঘুমুর
পইড়া
নাচে
অন্তর
কাটে
কষ্ট
নামের
ভাঙা
ভাঙা
কাচে
স্বৃতির
ডালে
সুখের
পক্ষি
ঘুমুর
পইড়া
নাচে
অন্তর
কাটে
কষ্ট
নামের
ভাঙা
ভাঙা
কাচে
ডুবিয়া
মরিলাম,
মরিয়া
ডুবিলাম
ডুবিয়া
মরিলাম,
মরিয়া
ডুবিলাম
তোমারি
প্রেমে
পড়িয়া
ইন্দুবালা
গোওওওও
তুমি
কোন
আকাশে
থাকো
জোৎস্না
কারে
মাখো
কার
আকাশে
পড়ো
ঝড়িয়া
ডুবিয়া
মরিলাম,
মরিয়া
ডুবিলাম
ডুবিয়া
মরিলাম,
মরিয়া
ডুবিলাম
তোমারি
প্রেমে
পড়িয়া
ইন্দুবালা
গো,
ইন্দুবালা
গো।

Внимание! Не стесняйтесь оставлять отзывы.