Habib - Akankha текст песни

Текст песни Akankha - Habib



দিন যায়...
আমার প্রেম যায় বেড়ে...
দিন যায়
আমার প্রেম যায় বেড়ে
কতদিন হল দেখি না তারে
কেমনে থাকে সুখ মনের ঘরে
মিটবে না সাধ এক নজর দেখলে
দেখতে চাই তারে শত জনম ফেলে
দিন যায়, আমার প্রেম যায় বেড়ে...
দিন যায়, আমার প্রেম যায় বেড়ে
যা, খুঁজে নিয়ে আয় তারে।
ভুলে যাব তারে ভেবেছি বহুবার
এত ভালবেসে শক্তি নেই ভুলবার।
ভুলে যাব তারে ভেবেছি বহুবার
এত ভালবেসে শক্তি নেই ভুলবার।
সে যেন প্রেমের আলো
আমার আঁধার মনের ঘরে।
দিন যায়, আমার প্রেম যায় বেড়ে...
দিন যায়, আমার প্রেম যায় বেড়ে
যা, খুঁজে নিয়ে আয় তারে।
বল রে সখা, কোথায় তারে পাই খুজে,
তার চেয়ে বরং তুই থাকনা চোখ বুজে,
চোখেরও দুনিয়ায় পেয়ে যাবি দেখা তার,
যে ছিল তোর প্রেম কবেকার...
বল রে সখা, কোথায় তারে পাই খুজে,
তার চেয়ে বরং তুই থাকনা চোখ বুজে,
চোখেরও দুনিয়ায় পেয়ে যাবি দেখা তার,
যে ছিল তোর প্রেম কবেকার
যেদিন দেখব তারে ছুঁয়ে দেব মন
মন তার মনেই করব সমর্পণ
যেদিন দেখব তারে ছুঁয়ে দেব মন
মন তার মনেই করব সমর্পণ
তোরা কি বলতে পারিস
কবে আমি দেখব তারে?
দিন যায়, আমার প্রেম যায় বেড়ে...
দিন যায়, আমার প্রেম যায় বেড়ে
যা খুজে নিয়ায় তারে...



Авторы: traditional


Habib - Bolchi Tomay
Альбом Bolchi Tomay
дата релиза
22-07-2017




Внимание! Не стесняйтесь оставлять отзывы.