James - Deshe Valobasha Nai текст песни

Текст песни Deshe Valobasha Nai - James




মন আমার পাথরের দেয়াল সে এক
যত আঘাত কর সব সহ্য করেই যাবে
মন আমার তুমি যত দুরে যাও
আজীবন তোমাকে ভালবেসে তবু যাবেই
কত ভালবাসা তোমার জন্য রাখা
সে কথা তুমি যদি জানতে
বুক চিরে দেখাতে পারলে
লুকিয়ে চোখ তুমিও কানতে।
ভালবাসা আমার সুদৃশ্য কাঁচ তো নয়
একটু আঘাতে চূর্ণ সে হবেই।
এই ভালবাসা গোলাপের পাপড়ি নয়
একটু বাতাসে ঝরে কেন যাবে? ।।
কত ভালবাসা তোমার জন্য রাখা
সে কথা তুমি যদি জানতে
বুক চিরে দেখাতে পারলে
লুকিয়ে চোখ তুমিও কানতে।
এই ভালবাসা গিটারের শুরে বাঁধা
নেওন'এর শুর সে তো তুলে যাবেই।
মনের মিছিল এতটা ছোট নয়
তোমার সামনে স্লোগান সে দেবেই ।।
কত ভালবাসা তোমার জন্য রাখা
সে কথা যদি তুমি জানতে
বুক চিরে দেখাতে পারলে
লুকিয়ে চোখ তুমিও কানতে।



Авторы: prince mahmud



Внимание! Не стесняйтесь оставлять отзывы.
//}