Текст песни Ei Jamunari Teere - Juthika Roy
এই
যমুনার
তীরে
এই
যমুনার
তীরে
মূরলী
বাজিত
যেখান
রাধা-কান্তা
সুরে
সেই
রাধা-কান্তা
সুরে
এই
যমুনার
তীরে
হা-আহা-আহা
যে
বাঁশি
হারালো
গানে
সুর
গেলো
ভুলে
হা-আহা-আহা
তারির
এসে
খুঁজে
ফিরি
শূন্য
কুতুলে
হা-আহা-আহা
অনাদি
কালের
রাধা
নিরজনী
ছুঁড়ে
আজো
নিরজনী
ছুঁড়ে
এই
যমুনার
তীরে
হা-আহা-আহা
কোথা
সে
মাধবী
রতি?
কোথা
মধু
মেলা?
কেনে
না
বাসা
নিয়ে
কালি
আবার
হেলা?
হা-আহা-আহা
শ্যাম
নাই
বুকে
কোনো
শ্যাম-রাম
জুড়ে
আছে
শ্যাম-রাম
জুড়ে
এই
যমুনার
তীরে
এই
যমুনার
তীরে
Внимание! Не стесняйтесь оставлять отзывы.