Kabir Suman - Har Manale Go Bhangile Abhiman текст песни

Текст песни Har Manale Go Bhangile Abhiman - Kabir Suman




হার মানালে গো, ভাঙিলে অভিমান হায় হায়
হার মানালে গো, ভাঙিলে অভিমান
ক্ষীণ হাতে জ্বালা ম্লান দীপের থালা
হল খান খান হায় হায়
হার মানালে গো, ভাঙিলে অভিমান
এবার তবে জ্বালো আপন তারার আলো
রঙিন ছায়ার এই গোধূলি হোক অবসান হায় হায়
হার মানালে গো, ভাঙিলে অভিমান
এসো পারের সাথি
বইল পথের হাওয়া, নিবল ঘরের বাতি
আজি বিজন ঘাটে, অন্ধকারের ঘাটে
সব-হারানো নাটে এনেছি এই গান হায় হায়
হার মানালে গো, ভাঙিলে অভিমান



Авторы: Rabindranath Tagore



Внимание! Не стесняйтесь оставлять отзывы.
//}