Текст песни O Amar Desher Mati - Konok Chapa
ভাইয়ের
রক্ত,
বোনের
কষ্ট,
মায়ের
চোখের
জলে
কেনা
প্রিয়
স্বাধীনতা
তাই
কত
পবিত্র
এই
মাটি,
এই
দেশ
এই
মাটি
আমাদের
শত
জনমের
আপন
এই
মাটি
আমাদের
মা,
অনন্ত
কাল
তাই
গেয়ে
যাবো-
ও
আমার
দেশের
মাটি,
তোমার
'পরে
ঠেকাই
মাথা
ও
আমার
দেশের
মাটি,
তোমার
'পরে
ঠেকাই
মাথা
তোমাতে
বিশ্বময়ীর,
তোমাতে
বিশ্বমায়ের
আঁচল
পাতা
ও
আমার
দেশের
মাটি,
তোমার
'পরে
ঠেকাই
মাথা
তুমি
মিশেছ
মোর
দেহের
সনে
তুমি
মিলেছ
মোর
প্রাণে
মনে
মিশেছ
মোর
দেহের
সনে
তুমি
মিলেছ
মোর
প্রাণে
মনে
তোমার
ওই
শ্যামলবরন
কোমল
মূর্তি
মর্মে
গাঁথা
ও
আমার
দেশের
মাটি,
তোমার
'পরে
ঠেকাই
মাথা
ওগো
মা,
তোমার
কোলে
জনম
আমার,
মরণ
তোমার
বুকে
ও
মা,
তোমার
কোলে
জনম
আমার,
মরণ
তোমার
বুকে
তোমার
পায়ে
খেলা
আমার
দুঃখে
সুখে
তুমি
অন্ন
মুখে
তুলে
দিলে
তুমি
শীতল
জলে
জুড়াইলে
অন্ন
মুখে
তুলে
দিলে
তুমি
শীতল
জলে
জুড়াইলে
তুমি
যে
সকল-সহা
সকল-বহা
মাতার
মাতা
ও
আমার
দেশের
মাটি,
তোমার
'পরে
ঠেকাই
মাথা
ও
আমার
দেশের
মাটি,
তোমার
'পরে
ঠেকাই
মাথা
Внимание! Не стесняйтесь оставлять отзывы.