Текст песни Chitar Agoon - Lata Mangeshkar
চিতার
আগুনে
আমাকে
পোড়াতে
পারবে;
সাদা
ছাইগুলো
বাতাসে
উড়াতে
পারবে।
আমার
গানকে
পোড়াতে
পারবে
না।
চিতার
আগুনে,
আমাকে
পোড়াতে
পারবে।।
সাদা
ছাইগুলো
বাতাসে
উড়াতে
পারবে;
আমার
গানকে
পোড়াতে
পারবে
না।
চিতার
আগুনে
আমাকে
পোড়াতে
পারবে।
পোড়াতে
পারবে
জানি
আমার
গানের
এই
কাগজগুলো,
তানপুরার
তারে,
ছড়াতে
পারবে
জানি,
অনেক
ধুলো।।
শুধু
যে
গান
রইল
পরে
হৃদয়
জুড়ে
সে
গান
থামাতে
পারবেনা
চিতার
আগুনে
আমাকে
পোড়াতে
পারবে
চিতার
আগুনে
আমাকে
পোড়াতে
পারবে।
গানের
ঘরটা
জানি,
পারবে
দু'দিন
পরে
বদলে
দিতে,
সরস্বতীর
এই
ছবিটা
পারবে,
খুলে
নামিয়ে
নিতে।।
শুধু
মায়ের
আশির্বাদে
আঁকা
যে
ছবি;
সে
ছবি
নামাতে
পারবে
না।
চিতার
আগুনে,
আমাকে
পোড়াতে
পারবে।।
সাদা
ছাই
গুলো
বাতাসে
উড়াতে
পারবে
আমার
গান
কে
পোড়াতে
পারবে
না।
1 Ei Raat Eto Tara
2 Amaro To Sadh Chilo
3 Tomar Barir Samne Diye
4 Jahrer Hawa Chinna Pata
5 Bhalobasa Chara Aar Ache Ki
6 Tomra Jatoi Aghat Karo
7 Sukheo Kende Othe Mon
8 Tomar Amar Bhalobasa
9 Chokhete Shrabon Gai
10 Fele Asha Smriti Amar
11 Path Bole Dao Tumi
12 Ore Mon Pagal
13 Sabai To Swapan Dekhe
14 Pari Na Soite
Внимание! Не стесняйтесь оставлять отзывы.