Lata Mangeshkar - Tomar Amar Bhalobasa текст песни

Текст песни Tomar Amar Bhalobasa - Lata Mangeshkar



তোমার আমার ভালোবাসা
স্বপ্ন রঙ্গিন এক আশা
যে অন্তরের ভালোবাসা।
তোমার আমার ভালোবাসা
স্বপ্ন রঙ্গিন এক আশা
যে অন্তরের ভালোবাসা।
তোমায় পেয়ে কতো স্মৃতি পড়ে যে মনে
আবার যেন ফিরে এলাম এক ভুবনে ।।
তোমার অন্তরে আমার অন্তরে চিরদিনের ভালোবাসা
যে অন্তরের ভালোবাসা
তোমার আমার ভালোবাসা
স্বপ্ন রঙ্গিন এক আশা
যে অন্তরের ভালোবাসা।
কোনোদিনো আমরা কোনো গ্রহের ছেড়ে
থাকবো না কেউ কখনো তো কাউকে ছেড়ে
কোনোদিনো আমরা কোনো গ্রহের ছেড়ে
থাকবো না কেউ কখনো তো কাউকে ছেড়ে
স্বর্গ করে তাই রাখবো ধরে এই দুজনার কাঁদা হাসা
যে অন্তরের ভালোবাসা



Авторы: Bappi Lahiri, Pulak Bandhyapadhya


Lata Mangeshkar - Bhalobasa Chara Aar Ache Ki
Альбом Bhalobasa Chara Aar Ache Ki
дата релиза
11-06-2015




Внимание! Не стесняйтесь оставлять отзывы.