Manabendra Mukherjee - Alga Karo Go Khonpar Bandhan текст песни

Текст песни Alga Karo Go Khonpar Bandhan - Manabendra Mukherjee




আলগা করো গো খোঁপার বাঁধন
দিল ওহি মেরা ফাস গ্যেয়ি।
আলগা করো গো খোঁপার বাঁধন
দিল ওহি মেরা ফাস গ্যেয়ি।
বিনোদ বেণীর জরীণ ফিতায়
আন্ধা ইশক মেরা কাছ গ্যেয়ি।।
আলগা করো গো খোঁপার বাঁধন
দিল ওহি মেরা ফাস গ্যেয়ি।
তোমার কেশের গন্ধে কখন
লুকায়ে আসিলো লোভী আমার মন।
বেহুঁশ ওকার গিরপরি হাতো ম্যে
বাজুবন্দ ম্যে বাছ গ্যেয়ি।।
আলগা করো গো খোঁপার বাঁধন
দিল ওহি মেরা ফাস গ্যেয়ি।
কানেরও দুলে প্রান রাখিলে বিধিয়া
আঁখফারা দিয়া চরিকার নিন্দিয়া।
দেহের ও দেউড়িতে বেড়াতে আসিয়া
অর নেহি ও ওয়াপাস গ্যেয়ি।।
আলগা করো গো খোঁপার বাঁধন
দিল ওহি মেরা ফাস গ্যেয়ি।
আলগা করো গো খোঁপার বাঁধন
দিল ওহি মেরা ফাস গ্যেয়ি।



Авторы: Kazi Nazrul Islam



Внимание! Не стесняйтесь оставлять отзывы.