Mohammed Aziz feat. Shabina Yasmeen - Soneete Aaj Amra текст песни

Текст песни Soneete Aaj Amra - Mohammed Aziz feat. Shabina Yasmeen



সংগীতে আজ
সংগীতে আজ
আমরা দু'জন
আমরা দু'জন
এক হয়ে যে রই
তুমি বাঁশি আমি বীণা হয়ে
সুরে সুরে কথা কই।।
সংগীতে আজ
আমরা দু'জন
এক হয়ে যে রই
তুমি বাঁশি আমি বীণা হয়ে
সুরে সুরে কথা কই।
গানই আমার প্রাণ যে গো তাই
গানকে ভালোবাসি
মনের খেয়াল পাল উড়িয়ে
গানের স্রোতে ভাসি
কূল না পেলাম অকূল গাঙে
অনেক সুখী হই
তুমি বাঁশি আমি বীণা হয়ে
সুরে সুরে কথা কই।।
সংগীতে আজ
আমরা দু'জন
এক হয়ে যে রই
এক হয়ে যে রই
আকাশ বলে আলো দিলাম
ফুলেরা মুখ তোলো
অনেক দিনের অনেক আশা
পূর্ণ যে আজ হল-
স্বপ্ন যখন দেখছি জেগে
চোখে কেনগো ওই
তুমি বাঁশি আমি বীনা হয়ে
সুরে সুরে কথা কই।।
সংগীতে আজ
আমরা দু'জন
এক হয়ে যে রই
এক হয়ে যে রই
গান যে আমার গান ছিলনা
তুমি আসার আগে
তোমায় পাওয়ার পরে গান
গান হল কত রাগে
বল এবার আমি কি তোমার
মনের মত নই
তুমি বাঁশি আমি বীনা হয়ে
সুরে সুরে কথা কই।।
সংগীতে আজ
আমরা দু'জন
এক হয়ে যে রই
তুমি বাঁশি আমি বীণা হয়ে
সুরে সুরে কথা কই।।
আ।।।।



Авторы: BAPPI LAHIRI, PULAK BANDHOPADHYAY


Mohammed Aziz feat. Shabina Yasmeen - Mandira (Original Motion Picture Soundtrack)
Альбом Mandira (Original Motion Picture Soundtrack)
дата релиза
13-11-1991



Внимание! Не стесняйтесь оставлять отзывы.