Neru feat. Syed Rajon - Tui Boro Beiman текст песни

Текст песни Tui Boro Beiman - Neru , Syed Rajon




আমার সাধের রঙিন স্বপ্নো গুলা কাইরা নিলো কে
আমারে ভুইলা গিয়া ভালোই আছে সে
আমার অগোছালো জীবনটা গোছাই দিবো কে
হারানো সব ভালোবাসা দে ফিরাইয়া দে
ভুইলা গেলি আমারে তুই নতুন কোনো টানে
কষ্ট গুলা উঁড়াই দিলাম কইয়া গানে গানে
কইয়া গানে গানে.
তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান
তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান
ভুল বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান।
বেঈমান হইয়া গেলি বন্ধুরে তুই কথা রাখলি না,
কেমন আছি আমি একটা বারও খবর নিলি না।
জীবন নামের চলতি পথে চাক্কা করলি লিক,
একটা কোনায় পইরা আছি আমি হারাইয়া সব দিক।
এহন কোন দিকে আমি যামু কোন খানে তুই আছোচ,
নতুন কাউরে পাইয়া তুই কি আমায় ভুইল্লা গেছোচ।
তুই তো ভুইলা গেছোচ আমায় আমি ভুলতে পারি না,
তুই কি ভাবছোচ আমি তোরে এহন ভালোবাসি না।
ঠিক আছে ভালা থাক তুই আমায় ছাইড়া,
সারা জীবন আমি যামু তোরে ভালোবাইসা।
না না এইডাই হইবো আমায় ভালোবাসিস না,
তোর মতো তুই থাকিস আমায় আর তুই ডাকিস না।
তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান,
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান।
তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান,
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান।
তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান,
ভুল বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান।





Внимание! Не стесняйтесь оставлять отзывы.