Текст песни Smritir Abhidhan - Nerve
আমার
শুকনো
হৃদয়
কোষে
বইতে
শুরু
করেছে
এক
নতুন
উষ্ণ
আমেজ,
বস
করেছে
অবশ
শরীরে
আলতো
হলুদ
আলো
অসহনশীল
বাস্তব
যন্ত্রণারা
আমার
স্পর্শ
পায়না।
আশাহীন
আমার
এই
দেহে
ছায়াহীন
হাতের
ছোয়া,
বিচ্ছিন্ন
হচ্ছে
আমার
সব
দুঃখ
ছায়া।
আমি
ঘুনে
ধরা
চোখে
শুধু
আঁকছি
তোমাকে,
চাইছি
ধারণ
করতে
তোমায়
অভিনিবেশে।।
ডাকছি
তোমাকে
আমার
ক্ষীণ
কথার
সুরে,
রাখছি
তোমাকে
আমার
লেখা
গানের
শব্দে।
চোখের
নিচের
কালো
রঙে
আসছো
তুমি
বারেবার,
তুমি
হয়তো
চেনোনা
আমায়
চেনে
তোমার
শাড়ির
পাড়।
তবুও
ঘুনে
ধরা
চোখে
আমি
আঁকছি
তোমাকে,
চাইছি
ধারণ
করতে
তোমায়
অভিনিবেশে।।
Внимание! Не стесняйтесь оставлять отзывы.