Текст песни Knockers - Peter Allen
আমি
বাংলায়
গান
গাই
আমি
বাংলার
গান
গাই
আমি,
আমার
আমিকে
চিরদিন
এই
বাংলায়
খুঁজে
পাই
।।
আমি
বাংলায়
দেখি
স্বপ্ন
আমি
বাংলায়
বাঁধি
সুর
আমি
এই
বাংলার
মায়াভরা
পথে
হেঁটেছি
এতটা
দূর
বাংলা
আমার
জীবনানন্দ
বাংলা
প্রানের
সুর
আমি
একবার
দেখি,
বার
বার
দেখি,
দেখি
বাংলার
মুখ
।।
আমি
বাংলায়
কথা
কই
আমি
বাংলার
কথা
কই
আমি
বাংলায়
ভাসি,
বাংলায়
হাসি,
বাংলায়
জেগে
রই
।।
আমি
বাংলায়
মাতি
উল্লাসে
করি
বাংলায়
হাহাকার
আমি
সব
দেখে
শুনে
ক্ষেপে
গিয়ে
করি
বাংলায়
চিৎকার
বাংলাই
আমার
দৃপ্ত
স্লোগান
ক্ষিপ্ত
তীর
ধনুক
আমি
একবার
দেখি,
বার
বার
দেখি,
দেখি
বাংলার
মুখ
।।
আমি
বাংলায়
ভালবাসি
আমি
বাংলাকে
ভালবাসি
আমি
তারি
হাত
ধরে
সারা
পৃথিবীর
মানুষের
কাছে
আসি
।।
আমি
যা
কিছু
মহান
বরণ
করেছি
বিনম্র
শ্রদ্ধায়
মেশে
তেরো
নদী
সাত
সাগরের
জল
গঙ্গায়
পদ্মায়
।।
বাংলা
আমার
তৃষ্ণার
জল
তৃপ্ত
শেষ
চুমুক
আমি
একবার
দেখি,
বার
বার
দেখি,
দেখি
বাংলার
মুখ
।।
আমি
বাংলায়
গান
গাই
আমি
বাংলার
গান
গাই
আমি,
আমার
আমিকে
চিরদিন
এই
বাংলায়
খুঁজে
পাই
।।
আমি
বাংলায়
দেখি
স্বপ্ন
আমি
বাংলায়
বাঁধি
সুর
আমি
এই
বাংলার
মায়াভরা
পথে
হেঁটেছি
এতটা
দূর
।।
বাংলা
আমার
জীবনানন্দ
বাংলা
প্রানের
সুর
আমি
একবার
দেখি,
বার
বার
দেখি,
দেখি
বাংলার
মুখ
।।
1 Not the Boy Next Door (Live)
2 Arthur's Theme (Best That You Can Do)
3 I Could Have Been a Sailor
4 You Haven't Heard The Last Of Me
5 Easy On The Weekend
6 Knockers
7 All I Wanted Was the Dream
8 Fly Away / I Go to Rio
9 Everything Old Is New Again
10 Irving Berlin Medley
11 Only Wounded
12 Harbour
13 Don't Cry Out Loud
14 Quiet Please, There's a Lady On Stage
15 Once Before I Go
16 As Time Goes By
17 I Honestly Love You (Excerpt Before Audience)
Внимание! Не стесняйтесь оставлять отзывы.