Rima Mukherjee - Aro Kichhu Khan Na Hoy Rahite Kachhe текст песни
Rima Mukherjee Aro Kichhu Khan Na Hoy Rahite Kachhe

Aro Kichhu Khan Na Hoy Rahite Kachhe

Rima Mukherjee


Текст песни Aro Kichhu Khan Na Hoy Rahite Kachhe - Rima Mukherjee




শুধু এই image তৈরি করার জন্যই ছবিতে এসেছিল একটি গানের sequence
সিনেমার স্বপ্ন থেকে বেরিয়ে উত্তম-সুচিত্রা তখন নাগরিকমহলে যেন
বাস্তবেরও প্রেমিক-প্রেমিকা
আর প্রেমিক উত্তম প্রেমিকা সুচিত্রাকে ছেড়ে চলে যাচ্ছেন
হ্যাঁ, সেই "পথে হল দেরী" ছবিতেই
আর সেই মুহূর্তে তো পিয়ানোয় বসে সুচিত্রা সন্ধ্যাকণ্ঠে lip দেন
"কিছুক্ষণ আরও নাহয় রহিতে কাছে"
প্রেমিকার আহ্বান, যা সোনার জুটির ছবির প্রধান তুরুপের তাস
কোথাও যেন বৈষ্ণব কবিতার "রাধা" image-এর মধ্যে
নিজেকে মিলিয়ে দেন সুচিত্রা
তুমি নাহয় রহিতে কাছে
কিছুক্ষণ আরও কাছে, আরও কাছে
আরও কাছে
কিছুক্ষণ আরও নাহয় রহিতে কাছে
আরও কিছু কথা নাহয় বলিতে মোরে
কিছুক্ষণ আরও নাহয় রহিতে কাছে
আরও কিছু কথা নাহয় বলিতে মোরে
এই মধুক্ষণ মধুময় হয়ে নাহয় উঠিতো ভরে
আরও কিছু কথা নাহয় বলিতে মোরে
কিছুক্ষণ আরও নাহয় রহিতে কাছে
সুরে সুরভীতে নাহয় ভরিতো বেলা
মোর এলোচুল লয়ে বাতাস করিতো খেলা
সুরে সুরভীতে নাহয় ভরিতো বেলা
এলোচুল লয়ে বাতাস করিতো খেলা
ব্যাকুল কত না বকুলের কুঁড়ি রয়ে রয়ে যেত ঝরে
ওগো, নাহয় রহিতে কাছে
কিছুক্ষণ আরও নাহয় রহিতে কাছে
কিছু নিয়ে দিয়ে ওগো মোর মনময়
কিছু নিয়ে দিয়ে ওগো মোর মনময়
সুন্দরতর হতো নাকি বলো একটু ছোঁয়ার পরিচয়
ভাবের লীলায় নাহয় ভরিতো আঁখি
আমারে নাহয় আরও কাছে নিতে ডাকি
ভাবের লীলায় নাহয় ভরিতো আঁখি
আমারে নাহয় আরও কাছে নিতে ডাকি
নাহয় শোনাতে মরমের কথা মোর দু'টি হাত ধরে
ওগো, নাহয় রহিতে কাছে
কিছুক্ষণ আরও নাহয় রহিতে কাছে
আরও কিছু কথা নাহয় বলিতে মোরে
এই মধুক্ষণ মধুময় হয়ে নাহয় উঠিতো ভরে
আরও কিছু কথা নাহয় বলিতে মোরে
কিছুক্ষণ আরও নাহয় রহিতে কাছে
আরও কিছু কথা নাহয় বলিতে মোরে
কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে



Авторы: Chatterjee Robin, Mazumder Prasanna



Внимание! Не стесняйтесь оставлять отзывы.