Rima Mukherjee - Aaj Dujane Mando Hale текст песни

Текст песни Aaj Dujane Mando Hale - Rima Mukherjee




নিজেকে আমূল বদলাতে চাইছিল এই সুচিত্রা
তাই ফরিয়াদ
এমনকি যে সুচিত্রা কখনও নিজেকে
Sex queen হিসেবে প্রতিষ্ঠা করতে চাননি
সেই সুচিত্রাই '৭০ এর দশকের শুরুতে এসে
Cabaret-সম নাচের দৃশ্যে এই গানটি গাইলেন
Challenge ছিল বিজয় বসুর পরিচালনায়
'ফরিয়াদ' ছবির কাহিনীকার সমরেশ বসুকে
এইরকম একটি দৃশ্য তৈরি করার জন্য
স্বয়ং অনুরোধ করেন সুচিত্রা সেনই
নচিকেতা ঘোষের সুরে hotel-এর নাচের sequence-এ
সুচিত্রা lip-এ গানটি গেয়েছিলেন আশা ভোঁসলে
ছবিটি মুক্তি পায় ১৯৭১ সালের ৫ই ডিসেম্বর
আজ দুজনে মন্দ হলে মন্দ কি?
আজ দুজনে মন্দ হলে মন্দ কি?
দেখো ময়ূরকন্ঠী রাত যে আলোয় ঝিলমিলে
আহা, এমন রাতে এসো না আজ ভাব করি
আজ দুজনে মন্দ হলে মন্দ কি?
আজ দুজনে মন্দ হলে মন্দ কি?
আহা, এই ফাগুনের বাহার তো কাল থাকবে না
ভ্রমর, তখন তুমি ফুলের খবর রাখবে না
যৌবনেরই রঙমশাল জ্বলছে দেখো রঙমাতাল
সেই আগুনে আজকে নাহয় ঝাঁপ দিলে
দেখো ময়ূরকন্ঠী রাত যে আলোয় ঝিলমিলে
আহা, এমন রাতে এসো না আজ ভাব করি
আজ দুজনে মন্দ হলে মন্দ কি?
আজ দুজনে মন্দ হলে মন্দ কি?
যদি তোমার চোখে আমার চোখের রং লাগে
আজ একটু ছোঁয়ায় রক্তে যদি ঢেউ জাগে
দোহাই বলো দোষটা কী, মনকে কেন দাও ফাঁকি?
মৌমাছি, একটু নাহয় আজকে তুমি মৌ নিলে
দেখো ময়ূরকন্ঠী রাত যে আলোয় ঝিলমিলে
আহা, এমন রাতে এসো না আজ ভাব করি
আজ দুজনে মন্দ হলে মন্দ কি?
আজ দুজনে মন্দ হলে মন্দ কি?



Авторы: Nachiketa Ghosh, Pronab Roy


Внимание! Не стесняйтесь оставлять отзывы.