Текст песни Amar Je Sob Dite Hobe - Roma Mondal
আমার
যে
সব
দিতে
হবে
সে
তো
আমি
জানি
আমার
যত
বিত্ত,
প্রভু,
আমার
যত
বাণী
সব
দিতে
হবে
সব
দিতে
হবে
আমার
চোখের
চেয়ে
দেখা
আমার
কানের
শোনা
আমার
হাতের
নিপুণ
সেবা
আমার
আনাগোনা
সব
দিতে
হবে
সব
দিতে
হবে
আমার
যে
সব
দিতে
হবে
সে
তো
আমি
জানি
আমার
যত
বিত্ত,
প্রভু,
আমার
যত
বাণী
সব
দিতে
হবে
সব
দিতে
হবে
আমার
প্রভাত,
আমার
সন্ধ্যা
হৃদয়পত্রপুটে
গোপন
থেকে
তোমার
পানে
উঠবে
ফুটে
ফুটে
এখন
সে
যে
আমার
বীণা
হতেছে
তার
বাঁধা
বাজবে
যখন
তোমার
হবে
তোমার
সুরে
সাধা
সব
দিতে
হবে
সব
দিতে
হবে
আমার
যে
সব
দিতে
হবে
সে
তো
আমি
জানি
আমার
যত
বিত্ত,
প্রভু,
আমার
যত
বাণী
সব
দিতে
হবে
সব
দিতে
হবে
তোমারি
আনন্দ
আমার
দুঃখে
সুখে
ভরে
আমার
করে
নিয়ে
তবে
নাও
যে
তোমার
করে
আমার
বলে
যা
পেয়েছি
শুভক্ষণে
যবে
তোমার
করে
দেব
তখন
তারা
আমার
হবে
সব
দিতে
হবে
সব
দিতে
হবে
আমার
যে
সব
দিতে
হবে
সে
তো
আমি
জানি
আমার
যত
বিত্ত,
প্রভু,
আমার
যত
বাণী
সব
দিতে
হবে
সব
দিতে
হবে

Внимание! Не стесняйтесь оставлять отзывы.