Rumana Yasmin Natasha - Ghum Ghum Chand текст песни

Текст песни Ghum Ghum Chand - Rumana Yasmin Natasha




ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর, জীবনে আমার
ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর, জীবনে আমার
এই চাঁদেরও তিথিরে বরন করি
এই চাঁদেরও তিথিরে বরন করি
ওগো মায়াভরা চাঁদ আর, ওগো মায়াবিনী রাত
ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর, জীবনে আমার।
বাতাসেরও সুরে শুনেছি বাঁশি তার
ফুলে ফুলে ছড়ানো যে হাসি তার
সেই মধুর হাসিতে হৃদয় ভরি
এই চাঁদেরও তিথিরে বরন করি
ওগো মায়াভরা চাঁদ আর, ওগো মায়াবিনী রাত।
ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর, জীবনে আমার
সব কথা গান সুরে সুরে যেন রূপকথা হয়ে যায়
ফুল ঋতু আজ এলো বুঝি মোর জীবনের ফুল'ছায়
কোথায় সে কত দূরে জানিনা ভেসে যাই
মনে মনে জেনো স্বপ্নেরও দেশে যাই
আজ তাইকি জীবনে বাসর গড়ি
এই চাঁদেরও তিথিরে বরন করি
ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত
ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর, জীবনে আমার।



Авторы: Gauriprasanna Mazumder


Внимание! Не стесняйтесь оставлять отзывы.