Rupankar Bagchi - Mayurakshi текст песни

Текст песни Mayurakshi - Rupankar Bagchi




উঁকি দেয় ভোর বুকের ভেতর
বয়ে যাওয়া নদী ছুঁয়ে ফেলে যদি
বালুচর জাগে স্বপ্নের আগে
সব পথ শেষে এইখানে মেশে
নতুন দিন, নতুন দিন এসো কাছে
আলোর মতো বন্ধু আর কোনখানে আছে?
নতুন দিন, নতুন দিন এসো কাছে
বুকের ভেতর জল, শ্রাবণের ময়ূরাক্ষী
বুকের ভেতর জল, শ্রাবণের ময়ূরাক্ষী
জানলো না কেউ, জানলো না কেউ
দিগন্ত শুধু সাক্ষী
জলসিড়ি ভেঙে ভেসে যায় এক কাগজের নাও
তাতে লেখা, "নাও, ফেরাও ফেরাও"
স্বপ্নের আগে সব পথ শেষে এইখানে মেশে
নতুন দিন, নতুন দিন এসো কাছে
আলোর মতো বন্ধু আর কোনখানে আছে?
নতুন দিন, নতুন দিন এসো কাছে



Авторы: Debajyoti Mishra



Внимание! Не стесняйтесь оставлять отзывы.
//}