Anindya Narayan Biswas - Amar Bhanga Pather текст песни

Текст песни Amar Bhanga Pather - Anindya Narayan Biswas



আমার ভাঙা পথের রাঙা ধুলায়
পড়েছে কার পায়ের চিহ্ন
তারি গলার মালা হতে
পাপড়ি হোথা লুটায় ছিন্ন
ভাঙা পথের রাঙা ধুলায়
পড়েছে কার পায়ের চিহ্ন
এল যখন সাড়াটি নাই
গেল চলে জানালো তাই
এল যখন সাড়াটি নাই
গেল চলে জানালো তাই
এমন করে আমারে হায়
কে বা কাঁদায় সে জন ভিন্ন
ভাঙা পথের রাঙা ধুলায়
পড়েছে কার পায়ের চিহ্ন
তখন তরুণ ছিল অরুণ আলো
পথটি ছিল কুসুমকীর্ণ
বসন্ত যে রঙিন বেশে
ধরায় সে দিন অবতীর্ণ
সেদিন খবর মিলল না যে
রইনু বসে ঘরের মাঝে
আজকে পথে বাহির হব
বহি আমার জীবন জীর্ণ
ভাঙা পথের রাঙা ধুলায়
পড়েছে কার পায়ের চিহ্ন
তারি গলার মালা হতে
পাপড়ি হোথা লুটায় ছিন্ন
ভাঙা পথের রাঙা ধুলায়
পড়েছে কার পায়ের চিহ্ন



Авторы: Rabindranath Tagore


Anindya Narayan Biswas - Mayurakshi (Original Motion Picture Soundtrack)
Альбом Mayurakshi (Original Motion Picture Soundtrack)
дата релиза
28-12-2017



Внимание! Не стесняйтесь оставлять отзывы.