Sagar Sen - Amar Mon Mane Na Dinrajani текст песни

Текст песни Amar Mon Mane Na Dinrajani - Sagar Sen




আমার মন মানে না
দিনরজনী
আমার মন মানে না
আমি কী কথা স্মরিয়া
তনু ভরিয়া
পুলক রাখিতে না'রি
ওগো, কী ভাবিয়া মনে
দুটি নয়নে উথলে নয়নবারি
ওগো সজনি
আমার মন মানে না
সে সুধাবচন, সে সুখপরশ
অঙ্গে বাজিছে বাঁশি গো
সে সুধাবচন, সে সুখপরশ
অঙ্গে বাজিছে বাঁশি
তাই শুনিয়া শুনিয়া
আপনার মনে হৃদয় হয় উদাসী
কেন না জানি
আমার মন মানে না
ওগো, বাতাসে কী কথা
ভেসে চলে আসে
আকাশে কী মুখ জাগে
সখি, বাতসে কী কথা
ভেসে চলে আসে
আকাশে কী মুখ জাগে
ওগো, বনমর্মরে নদীনির্ঝরে
কী মধুর সুর লাগে
ফুলের গন্ধ বন্ধুর মতো
জড়ায়ে ধরিছে গলে গো
ফুলের গন্ধ বন্ধুর মতো
জড়ায়ে ধরিছে গলে
আমি কথা, ব্যথা
সুখব্যাকুলতা
কাহার চরণতলে
দিব নিছনি
আমার মন মানে না
দিনরজনী
আমার মন মানে না



Авторы: Rabindranath Tagore


Внимание! Не стесняйтесь оставлять отзывы.
//}