Sagar Sen - Amay Thakte De Na текст песни

Текст песни Amay Thakte De Na - Sagar Sen




আমায় থাকতে দে
আমায় থাকতে দে না
আপন মনে আমায় থাকতে দে
আমায় থাকতে দে না
সেই চরণের পরশখানি মনে পড়ে
ক্ষণে ক্ষণে
আপন মনে থাকতে দে
আমায় থাকতে দে না
কথার পাকে কাজের ঘোরে
ভুলিয়ে রাখে কে আর মোরে
কথার পাকে কাজের ঘোরে
ভুলিয়ে রাখে কে আর মোরে
তার স্মরণের বরণমালা
গাঁথি বসে গোপন কোণে
আপন মনে থাকতে দে
আমায় থাকতে দে না
এই যে ব্যথার রতনখানি
আমার বুকে দিল আনি
এই যে ব্যথার রতনখানি
এই নিয়ে আজ দিনের শেষে
একা চলি তার উদ্দেশে
এই নিয়ে আজ দিনের শেষে
একা চলি তার উদ্দেশে
নয়নজলে সামনে দাঁড়াই
তারে সাজাই তারি ধনে
আপন মনে থাকতে দে
আমায় থাকতে দে না



Авторы: Rabindranath Tagore


Внимание! Не стесняйтесь оставлять отзывы.
//}