Scripture Memory Songs - O Most High (Psalm 9:1-2 – NKJV) текст песни

Текст песни O Most High (Psalm 9:1-2 – NKJV) - Scripture Memory Songs




যদি হঠাৎ করেই দেখো
আমায় কোনো এক সকাল বেলাতে
দাড়িয়ে আছি তোমার পাশে মুখে এক চিলতে
হাসি নিয়ে
তখন কি ঘুম ঘুম চোখে
উঠে বসবে অবাক বিস্ময়ে?
রাখবে তোমার কোমল হাত আমার এই হাতে?
ভাববে কি নতুন করে আবার তুমি
পুরোনো সব ইচ্ছেগুলোকে
আমি তো আবার
আসছি ফিরে
তোমার এই ঘরে আলো জ্বালাতে
হারাবে সব
অন্ধকারের পথগুলো
রাখবে যখন হাত এই হাতে
জানি ছিল অতীতটা তোমার
চারিদিক ছড়ানো অন্ধকার
ছিল না কেউ পাশে এসে, হাতটা তোমার ধরার
কিন্তু চলে যাবে সবকিছু আজ
যখন ভাঙ্গবে ঘুমটা আজ তোমার
দেখবে তুমি আজ আমায়, হাসছি আমি দাঁড়িয়ে
ভাববে কি নতুন করে আবার তুমি
পুরোনো সব ইচ্ছেগুলোকে
আমি তো আবার
আসছি ফিরে
তোমার এই ঘরে আলো জ্বালাতে
হারাবে সব
অন্ধকারের পথগুলো
রাখবে যখন হাত এই হাতে
ভেসে যাবে সব দুঃখ তোমার
হারাবে সব কষ্ট এবার
নিয়ে যাব স্বপ্নের দেশে
যেখানে বাস্তবতা হাসে



Авторы: Clay Hecocks


Внимание! Не стесняйтесь оставлять отзывы.