Текст песни O Most High (Psalm 9:1-2 – NKJV) - Scripture Memory Songs
যদি
হঠাৎ
করেই
দেখো
আমায়
কোনো
এক
সকাল
বেলাতে
দাড়িয়ে
আছি
তোমার
পাশে
মুখে
এক
চিলতে
হাসি
নিয়ে
তখন
কি
ঘুম
ঘুম
ঐ
চোখে
উঠে
বসবে
অবাক
বিস্ময়ে?
রাখবে
তোমার
ঐ
কোমল
হাত
আমার
এই
হাতে?
ভাববে
কি
নতুন
করে
আবার
তুমি
পুরোনো
সব
ইচ্ছেগুলোকে
আমি
তো
আবার
আসছি
ফিরে
তোমার
এই
ঘরে
আলো
জ্বালাতে
হারাবে
সব
অন্ধকারের
পথগুলো
রাখবে
যখন
হাত
এই
হাতে
জানি
ছিল
অতীতটা
তোমার
চারিদিক
ছড়ানো
অন্ধকার
ছিল
না
কেউ
পাশে
এসে,
হাতটা
তোমার
ধরার
কিন্তু
চলে
যাবে
সবকিছু
আজ
যখন
ভাঙ্গবে
ঘুমটা
আজ
তোমার
দেখবে
তুমি
আজ
আমায়,
হাসছি
আমি
দাঁড়িয়ে
ভাববে
কি
নতুন
করে
আবার
তুমি
পুরোনো
সব
ইচ্ছেগুলোকে
আমি
তো
আবার
আসছি
ফিরে
তোমার
এই
ঘরে
আলো
জ্বালাতে
হারাবে
সব
অন্ধকারের
পথগুলো
রাখবে
যখন
হাত
এই
হাতে
ভেসে
যাবে
সব
দুঃখ
তোমার
হারাবে
সব
কষ্ট
এবার
নিয়ে
যাব
স্বপ্নের
দেশে
যেখানে
বাস্তবতা
হাসে
1 Give Unto the Lord (Psalm 29:2, Ephesians 3:20-21 – NKJV )
2 Bless the Lord O My Soul (Psalm 104:1, 66:4 - NKJV)
3 Exalt the Lord (Exodus 15:11, Psalm 99:5 – NKJV)
4 I Will Extol You (Psalm 145:1-2 – NKJV)
5 You Are Worthy (Revelation 4:11 – NKJV)
6 Let the Heavens Rejoice (1 Chronicles 16:31-32 – NKJV)
7 O Most High (Psalm 9:1-2 – NKJV)
8 The Lord Reigns (Psalm 93:1-4 – NKJV)
9 Be Still (Psalm 46:10 – NKJV)
10 Doxology (Jude 1:25 – NKJV)
Внимание! Не стесняйтесь оставлять отзывы.