Shreya Ghoshal - Ekla Ekla (From "Chhaya O Chhobi") текст песни

Текст песни Ekla Ekla (From "Chhaya O Chhobi") - Shreya Ghoshal




একলা আজ ভালোই আছি সরে সরে
একলা গাছ একলা এই প্রান্তরে
রাগ তো আমার নেই
আমার ভিড়কে বড় ভয়
অন্ধকারের গা ঘেষে তাই
বসতে ইচ্ছে হয়
জোনাকিদের দেশে
আমার মনটা কেমন করে
তুমি ভাবছো সবটাই রাগ করে
রাগ করে
একলা
একলা
একলা
একলা আজ ভালোই আছি সরে সরে
একলা গাছ একলা এই প্রান্তরে
পা-এর নখের মাটি জানে সে গল্প
কতটা দূরে মন যেতে পেরেছে
শরীর কত অল্প
পা এর নখের মাটি জানে সে গল্প
কতটা দূরে মন যেতে পেরেছে
শরীর কত অল্প
আগুন নিজে পোড়ে
নাকি পুড়িয়ে দেওয়ার ঠিকে
তোমায় ভোলা সহজ হবে
পালালে কোন দিকে?
আগুন নিজে পোড়ে
নাকি পুড়িয়ে দেওয়ার ঠিকে
তোমায় ভোলা সহজ হবে
পালালে কোন দিকে?
ভাবনারা সব মেঘ হয়ে যায়
ছু-মন্তরে, মন্তরে
একলা-একলা-একলা
একলা-একলা-একলা
একলা আজ ভালোই আছি সরে সরে
একলা গাছ একলা এই প্রান্তরে
রাগ তো আমার নেই
আমার ভিড়কে বড় ভয়
অন্ধকারের গা ঘেষে তাই
বসতে ইচ্ছা হয়
জোনাকিদের দেশে
আমার মনটা কেমন করে
তুমি ভাবছো সবটাই রাগ করে
রাগ করে
একলা
একলা
একলা





Внимание! Не стесняйтесь оставлять отзывы.