Shyamal Mitra - Chokher Aloy Dekhechhilem текст песни

Текст песни Chokher Aloy Dekhechhilem - Shyamal Mitra



চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে
অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে
ধরায় যখন দাও না ধরা
হৃদয় তখন তোমায় ভরা
এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে
তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে
খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে
তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে
খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে
থাক তবে সেই কেবল খেলা
হোক না এখন প্রাণের মেলা
থাক তবে সেই কেবল খেলা
হোক না এখন প্রাণের মেলা
তারের বীণা ভাঙল, হৃদয়-বীণায় গাহি রে
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে




Shyamal Mitra - Tumi Ektu Kebol Boste Diyo Kaachha
Альбом Tumi Ektu Kebol Boste Diyo Kaachha
дата релиза
01-12-1989




Внимание! Не стесняйтесь оставлять отзывы.