Sleep Music Lullabies - Amazing Grace текст песни

Текст песни Amazing Grace - Sleep Music Lullabies



একলা থাকার প্রহর গুলোয় দোকলা থাকি,
অনুভবের রঙ তুলিতে,
তোমায় আঁকি।
হাজার জনের ভীড়ে আমি,
একলা হয়ে যাই।
একলা হলে আমার মাঝে,
তোমায় খুঁজে পাই।
আমি একলা হতে চাই,
আমি একলা হতে চাই,
একলা হলে আমি,
তোমার হয়ে যাই।
নাগরিক ঠাসবুনটে,
তিলোত্তমা ঘ্রাণ।
খেয়ালি শূণ্যতা দেয়,
ফালি ফালি প্রাণ।
শূণ্যতারই, খুব গহীনে, চাই হারাতে তাই
শূণ্যতারই, খুব গহীনে, চাই হারাতে তাই।
আমি একলা হতে চাই,
আমি একলা হতে চাই,
একলা হলে আমি,
তোমার হয়ে যাই।
জাগতিক উচাটনে,
থমকে থাকে জীবন।
আবেগী মৌনতা দেয়,
ভালো থাকার ক্ষণ।
মৌনতারই, খুব গহীনে, চাই হারাতে তাই,
মৌনতারই, খুব গহীনে, চাই হারাতে তাই।
আমি একলা হতে চাই,
আমি একলা হতে চাই।
একলা হলে আমি,
তোমার হয়ে যাই।




Sleep Music Lullabies - Sleep Music Lullabies
Альбом Sleep Music Lullabies
дата релиза
03-04-2011




Внимание! Не стесняйтесь оставлять отзывы.