Sonu Nigam feat. Antara Mitra, Savvy, Ritam Sen & Om Sahani - Tor E Sathe (From "Hungama.com") текст песни

Текст песни Tor E Sathe (From "Hungama.com") - Antara Mitra , Sonu Nigam



তোরই উড়োচিঠি পথে পথে খুঁজছে আমায়
যত ধুলোমুঠি তুই ছুঁলে সোনা হয়ে যায়
তোরই খুনসুটি প্রতি দিনে, রাতে ডাকছে আমায়
যত ধুলো মুঠি, সবই তুই ছুঁলে সোনা হয়ে যায়
কেন দূরে থাকা অযথা?
আছে তো কাছে আসার কথা
তোরই সাথে কাটাবো রে বারোমাস
বলে দে না আমাকে চাস
তোরই সাথে কাটাবো রে বারোমাস
বলে দে না আমাকে চাস
ব্যথা দাগ মোছে ছুঁলে আলগোছে
জানা তুই কবে আমার হবি?
যদি ভুল করে বুনো ফুল ফোটে
এলো তোর চুলে গাঁথবো সবই
কেন দূরে থাকা অযথা?
আছে তো কাছে আসার কথা
তোরই সাথে কাটাবো রে বারোমাস
বলে দে না আমাকে চাস
তোরই সাথে কাটাবো রে বারোমাস
বলে দে না আমাকে চাস
কিছু খড়কুটো যদি নিস ঠোঁটে
আমি তোর সাথে উড়তে রাজি
চেনা ডাকনামে তুই ওঠ ডেকে
আজই সবকিছু ধরবো বাজি
কেন দূরে থাকা অযথা?
আছে তো কাছে আসার কথা
তোরই সাথে কাটাবো রে বারোমাস
বলে দে না আমাকে চাস
তোরই সাথে কাটাবো রে বারোমাস
বলে দে না আমাকে চাস



Авторы: Ritam Sen


Sonu Nigam feat. Antara Mitra, Savvy, Ritam Sen & Om Sahani - Tor E Sathe (From "Hungama.Com") - Single
Альбом Tor E Sathe (From "Hungama.Com") - Single
дата релиза
09-08-2024



Внимание! Не стесняйтесь оставлять отзывы.