Sonya - Tarlagi текст песни

Текст песни Tarlagi - Sonya



তার লাগি মন পুড়ে যায়
সবই আছে তবু সে কোথায়
ভাল তো লাগে না আর জীবন
তার লাগি সুখ উড়ে যায়
মন পাখি কাঁদে অবেলায়
ভাল তো লাগে না আর জীবন
উউউম বলেছিলো সে
আমারই রবে
কোনদিনও যাবে না ছেড়ে
আঁধার ঘরের
আলো সে হবে
কোনদিনও রবে না দূরে
এত চাই তবুও
হেরে যাই যদিও
যপি তারে চুপিসারে সারাক্ষণ
তার লাগি মন পুড়ে যায়
সবই আছে তবু সে কোথায়
ভাল তো লাগে না আর জীবন
তার লাগি সুখ উড়ে যায়
মন পাখি কাঁদে অবেলায়
ভাল তো লাগে না আর জীবন
আ.আ.আ.আ.আ.আ.আ.আ
খুঁজেছিলো সে
আমারই মনে
তারই মনের ঠিকানা
চোখের তারায়
স্বপ্ন হাজার
ভালবাসার সীমানায়
এত চাই তবুও
হেরে যাই যদিও
যপি তারে চুপিসারে সারাক্ষণ
তার লাগি মন পুড়ে যায়
সবই আছে তবু সে কোথায়
ভাল তো লাগে না আর জীবন
তার লাগি সুখ উড়ে যায়
মন পাখি কাঁদে অবেলায়
ভাল তো লাগে না আর জীবন
তার লাগি মন পুড়ে যায়
সবই আছে তবু সে কোথায়
ভাল তো লাগে না আর জীবন





Внимание! Не стесняйтесь оставлять отзывы.