Srabani Sen - Ogo Deko Na More текст песни

Текст песни Ogo Deko Na More - Srabani Sen




ওগো ডেকো না মোরে ডেকো না ।
ওগো ডেকো না মোরে ডেকো না ।
আমার কাজভোলা মন, আছে দূরে কোন্— করে স্বপনের সাধনা ।
ওগো ডেকো না মোরে ডেকো না |
ওগো ডেকো না মোরে ডেকো না ।
ধরা দেবে না অধরা ছায়া, রচি গেছে মনে মোহিনী মায়া
ধরা দেবে না অধরা ছায়া, রচি গেছে মনে মোহিনী মায়া
জানি না এ কী দেবতারি দয়া, জানি না এ কী ছলনা ।
ওগো ডেকো না মোরে ডেকো না ।
ওগো ডেকো না মোরে ডেকো না ।
আঁধার অঙ্গনে প্রদীপ জ্বালি নি, দগ্ধ কাননের আমি যে মালিনী, শূন্য হাতে আমি কাঙালিনী করি নিশিদিন যাপনা ।
যদি সে আসে তার চরণছায়ে বেদনা আমার দিব বিছায়ে,
যদি সে আসে তার চরণছায়ে বেদনা আমার দিব বিছায়ে
জানাব তাহারে অশ্রুসিক্ত রিক্ত জীবনের কামনা |
ওগো ডেকো না মোরে ডেকো না ।
ওগো ডেকো না মোরে ডেকো না ।
আমার কাজভোলা মন, আছে দূরে কোন্— করে স্বপনের সাধনা ।
ওগো ডেকো না মোরে ডেকো না |
ওগো ডেকো না মোরে ডেকো না ।



Авторы: Rabindranath Tagore, Bhuddhadeb Ganguly



Внимание! Не стесняйтесь оставлять отзывы.