Текст песни Pathaharaa Tumi Pathik - Srikanto Acharya
পথহারা
তুমি
পথিক
যেন
গো
সুখের
কাননে
ওগো
যাও,
কোথা
যাও
ওগো
যাও,
কোথা
যাও
সুখে
ঢলঢল
বিবশ
বিভল
পাগল
নয়নে
তুমি
চাও,
কারে
চাও
তুমি
চাও,
কারে
চাও
কোথা
গেছে
তব
উদাস
হৃদয়,
কোথা
পড়ে
আছে
ধরণী
মায়ার
তরণী
বাহিয়া
যেন
গো
মায়াপুরী
পানে
ধাও
কোন্
মায়াপুরী
পানে
ধাও
ওগো
যাও,
কোথা
যাও
ওগো
যাও,
কোথা
যাও
Внимание! Не стесняйтесь оставлять отзывы.